দীর্ঘ কয়েক বছর ধরে কাজের বিল না পাওয়ায় বিডিওকে স্মারকলিপি।

0
264

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের ৩৫ জন ঠিকাদার প্রায় ২ বছর ধরে পি.ইউ.পি ফাণ্ড ও অন্যান্য ফাণ্ডের বিল পাচ্ছেন না বলে আজ দুবরাজপুর ব্লকের বিডিওকে একটি স্মারকলিপি জমা দেন। এদিন দেবীদাস আচার্য নামে এক ঠিকাদার জানান, আমরা দুবরাজপুর ব্লকের ঠিকাদাররা ২০১৭-২০১৮ অর্থবর্ষে কাজ করেছিলাম হাতে ওয়ার্ক অর্ডার নিয়ে। কিন্তু সেই কাজের মেজারমেণ্ট হয়েছে, বিল হয়েছে কিন্তু আমরা এখনও কোনো টাকা হাতে পাইনি। আমরা বার বার বলেছি কিন্তু ব্লকের তরফ থেকে জানানো হয়েছে পেয়ে যাবেন। কিন্তু এখনও পাইনি। তাই আমরা বিডিও সাহেবের দ্বারস্থ হয়েছি এবং তাঁকে আমরা সকলে মিলে একটি স্মারকলিপি জমা দিলাম। তিনি আমাদের এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে আমাদের জানিয়েছেন। পাশাপাশি আমাদের কাছে দু’সপ্তাহ সময় নিয়েছেন। এরপরও যদি আমরা আমাদের প্রাপ্য টাকা না পাই তাহলে আমরা ব্লক অফিসের সামনে আমরণ অনশন করব। অন্যদিকে দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক জানান, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ ও জঙ্গল মহল একসেন প্ল্যানের বেশ অনেকগুলো কাজ একসাথে হয়েছে। ২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থবর্ষে তৎকালীন বিডিও সাহেবের আমলে আংশিক টাকা পেয়েছিলেন। কিন্তু পি. ইউ. পি ফাণ্ড ও অন্যান্য ফাণ্ডের বর্তমান স্থিতি শূন্য। এখনও অনেক বিল পেণ্ডিং হয়ে আছে। তাই এই বিল গুলোর ব্যাপারে আমরা জেলাতে চিঠি পাঠিয়েছি। তাই যতক্ষণ না টাকা আসছে ততক্ষণ তাঁদের একটু অনুরোধ করেছি অপেক্ষা করতে।