জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি ওয়েলফেয়ার পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে ও মেয়েদের অভিভাবক ও অভিভাবিকা দ্বারা একটি সংস্থা গঠিত হয়েছিল যার নাম হয়েছিল সোপান।গত বছর এই সংস্থার 25বছর পূর্তি হয়।কিন্তু করোনার জন্য তাদের এই পূর্তি তে কোন ধরণের অনুষ্ঠান করতে পারেনাই।এই বছর অভিভাবক দের সেই সংস্থার দারা একটি সংবর্ধনা ও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় জলপাইগুড়ি প্রয়াস হলে। পাশাপাশি শহরের কয়েক জনকে দেওয়া হয় সংবর্ধনা। অনুষ্ঠানে নাচ ,গান ,আবৃত্তি ছড়া ইত্যাদি হয়।উপস্থিত ছিলেন সর্ব শিক্ষা মিশনের আই ইডি কোওর্ডিনেটর আমানুল্লা মন্ডল,বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাথী মিত্রমজুমদার সহ অন্যান্য রা।