৫ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে জয় জোহার মেলার উদ্বোধন করলেন বিধায়ক তথা প্রতিমন্ত্রী।

0
323

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- মঙ্গলবার বেলা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের ৫ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে পতাকা উত্তোলন এবং পন্ডিত রঘুনাথ মুর্মুর প্রতিটি ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে জয় জোহার মেলার উদ্বোধন করলেন শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র-মাঝারি বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, এছাড়া উপস্থিত ছিলেন BDO অমিতাভ বিশ্বাস,পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই রতন ব্যানার্জি,কর্মদক্ষ জ্ঞানাঞ্জন মন্ডল, ৬ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা দত্ত খা, ৫ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা দোলোই,বিশিষ্ট সমাজসেবী রাজীব ঘোষ, অশোক টুডু, সমীর হেমব্রম, সুবীর মন্ডি,রাম সারেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ, মূলত জেলার বিভিন্ন ব্লকে ব্লকে ব্লক প্রশাসনের উদ্যোগে জয় জোহার মেলা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। আগামী তিন দিন চলবে এই জয় জোহার মেলা।জানা গিয়েছে আদিবাসী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চলবে এই মেলা।