নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কল্যানী জহরলাল মেমোরিয়াল হাসপাতালে এমাজেন্সী পাশে আইসোলেশন ওয়ার্ডে আগুনের হলকা দেখা যায়।আইসোলেশন ওয়ার্ডে একটি মাত্র রুগী ছিল তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।রুগীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয় ইমাজেন্সী ওয়ার্ডে।দমকলের দুটি ইঞ্জিন আসে।আগুন আতত্বে আছে জানালেন।কি করে আগুন লাগে এখনো জানা যায় নি।











Leave a Reply