মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য বাঁকুড়ার মেজিয়ায়।

আবদুল হাই, বাঁকুড়াঃ গত চার দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে ঝুলন্ত অবস্থায় মিলল দেহ । মৃতের নাম সুনীল কুম্ভকার (৫৫) ।

স্থানীয় সূত্রের খবর বাঁকুড়ার মেজিয়ার কুমোর পাড়ার সুনীল কুম্ভকার গত শুক্রবার ভোরবেলায় বাড়ি থেকে না বলে বেরিয়ে যান । তারপর থেকে তিনি আর বাড়ি ফিরেননি । অনেক খোঁজাখুঁজি করেও খুঁজে না পেয়ে পরিবার মেজিয়া থানায় নিখোঁজ হওয়ার একটি লিখিত অভিযোগও দায়ের করেন । অবশেষে স্থানীয়রা আজ মেজিয়া সৌর বিদ্যুৎ প্রকল্পের পাশের কাশ জঙ্গলে তাকে দেখতে পায় ঝুলন্ত অবস্থায় । পরে মেজিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

আত্মহত্যা নাকি খুন তার তদন্ত করছে মেজিয়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *