সকল শ্রেণির পঠনপাঠন বিদ্যালয়ে চালু করার দাবিতে ডিআই কে ডেপুটেশন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির।

আবদুল হাই, বাঁকুড়াঃ নিখিলবঙ্গ শিক্ষক সমিতি,বাঁকুড়া জেলা শাখার প্রায় তিন শতাধিক শিক্ষক -শিক্ষিকা – শিক্ষাকর্মীরা মিছিল করে বাঁকুড়া শহর পরিক্রমা করে ডি আই অফিসে ডিআই এর কাছে সকল শ্রেণির পঠনপাঠন বিদ‍্যালয়ে চালু করার,মিড ডে মিল চালু করা, স্কুলছুটদের বিদ‍্যালয়ে ফেরানো ও বিভিন্ন পেশাগত দাবিতে ডেপুটেশন দিল।
বক্তব‍্য রাখেন জেলা সম্পাদক অস্মিতা দাশগুপ্ত,
নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সুকুমার পাইন বলেন ,পাড়ায় শিক্ষা নয়, বিদ‍্যালয়েই পঠনপাঠন চালু করতে হবে,অবিলম্বে মিড ডে মিল চালু করতে হবে।স্কুলের পরিকাঠামো আছে,শিক্ষক শিক্ষিকা আছেন তাঁরা প্রস্তুত পাঠদানের জন‍্য,তাহলে পাড়ায় পাঠদান কেন?
অবসরের দিনেই পেনশন প্রদান,যাবতীয় এরিয়ার প্রদান,স্টাফ প‍্যাটার্ণের জটিলতা দূর করা,Conveyance allowance প্রদানসহ বিভিন্ন দাবির কথা দাবিপত্রে উল্লিখিত হয়।
এছাড়াও বক্তব্য রাখেন সহসম্পাদক আশিস পান্ডে,পরেশ মন্ডল,শুভময় মুখার্জি প্রমুখ
সভাপতিত্ব করেন অতনু বন্দ‍্যোপাধ‍্যায়।ডি আই
ADA দাবিগুলি নিয়ে আলোচনা করেন ও সমাধানের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *