একদিকে যখন কেন্দ্রীয় বাজেট নিয়ে হৈচৈ, ঠিক সে সময় নিজেদের অফিস ভাড়ায় দিয়ে আর্থিক সংকট মেটানোর বিজ্ঞাপণ বি এস এন এলের।

0
243

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সম্প্রতি জলপাইগুড়ি স্থিত ভারত সঞ্চার নিগম এর প্রধান কার্যালয়ে রীতিমতো ফ্লেক্স লাগিয়ে বিজ্ঞাপণ দিয়ে অফিস স্পেস ভাড়ায় দেবার কথা বলা হয়েছে,
যদিও এই প্রসঙ্গে রাষ্ট্রীয় যোগাযোগ মাধ্যমের মূল এই সংস্থার কর্মী সংগঠনের পক্ষে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে সায় রয়েছে বলে খোলামেলা ভাবেই জানালেন বি এস এন এল , ই ইউ সংগঠনের জেলার ভাইস প্রেসিডেন্ট শুভ বন্দ্যোপাধ্যায়।
শুভ্র বাবু বলেন ইতিমধ্যে বহু কর্মী স্বেচ্ছা অবসর নেওয়ায় অফিস গুলিতে স্থানের সঙ্গে কর্মীর অনেক তফাৎ,  ফাঁকা পরে রয়েছে বহু অফিসের আধুনিক ফ্লোর গুলি, তা ছাড়াও বর্তমানে কেন্দ্রীয় সরকার নিগম কে কোনো আর্থিক সাহায্য করে না, সেই সব দিক বিচার করেই সংগঠনের পক্ষ থেকে অফিস স্পেস ভাড়া দিয়ে কিছু আর্থিক শক্তি বৃদ্ধির এই সিদ্ধান্ত কে সমর্থন জানিয়েছে সংগঠন, এর পাশাপাশি বি এস এন এল , ই ইউ সংগঠনের জেলায় সহ সভাপতি জানান , বিগত দিনে পঁচিশ লক্ষ নতুন সিম বিক্রি করেছে এই সংস্থা, এর পাশাপাশি সিকিমে ইতিমধ্যে ফোর জি নেটওয়ার্ক চালু হয়েছে এবং খুব শীঘ্রই জলপাইগুড়ি ,শিলিগুড়িতেওঁ এই পরিষেবা বি এস এন এল শুরু করতে যাচ্ছে।