গাড়ির ধাক্কায় মৃত কনেস্টেবল।

0
607

পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা:- গাড়ির ধাক্কায় মৃত কনেস্টেবল।শিবপ্রসাদ মণ্ডল ( পুরুলিয়ার)
গতকাল রাতে সাঁতুড়ি থানার কনস্টেবল অনল কান্তি ব্যানার্জি (৫৯) মোবাইল ডিউটিতে ছিলেন
সাঁতুড়ি পঞ্চায়েতের সামনে প্রসাব করার জন্য রাস্তা পারাপার হতেই একটি মডারডোর গাড়ি তাকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় তিনি মাটিতে পড়ে যায়। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তার বাড়ি বাঁকুড়া থানার ওন্দা।মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া হাসপাতালের পাঠায় সাঁতুড়ী থানার পুলিশ ।