স্নিগ্ধা ঘোষ সরকার প্রত্যন্ত গ্ৰামে গ্ৰামে গিয়ে স্কুলের আঙিনায় বা পাড়ায় শিক্ষালয়ে আসার আহ্বান জানালো।

আবদুল হাই, বাঁকুড়াঃ দীর্ঘ দুবছর করোনা মহামারীর কারণ এ শিক্ষাপ্রতিষ্ঠান গুলি বন্ধ ছিল। WhatsApp বা Google Meet এ ক্লাস চলছিল ঠিকই কিন্ত প্রতিটি ছাত্র ছাত্রীদের জন্য পরিপূরক ছিল না।বিশেষ করে আর্থিক দুর্বল পরিবার গুলি এই মহামারীর জন্য আরো ক্ষতিগ্রস্ত হয়ে পরে।ফোন কিনে দেওয়ার বা রিচার্জ করার সামর্থ্য তাদের নেই।গ্রামের ইন্টারনেট সংযোগ ঠিকঠাক নেই।যেকারণে এই পরিবারের বাচ্চারা সম্পূর্ণ ভাবে পড়াশোনার বাইরে চলে যায়।এই মুহূর্তে যখন স্কুলের পঠনপাঠন স্বাভাবিক হতে চলেছে তখন ঐ পরিবার গুলির বাচ্চাদের বিদ্যালয়ের আঙিনায় বা পাড়ায় স্বতঃস্ফূর্ত উপস্থিত হওয়ার এবং নিয়মিত যাতায়াত ও পূর্বের মতোই স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার জন্য বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শাশপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা স্নিগ্বা সরকার
ব্যাক্তিগত উদ্যোগেই পার্শ্ববর্তী গ্রামের মানুষকে সচেতন করতে ও মাস্ক বিতরণ করতে দেখা যায়।পার্শ্ববর্তী গ্রামগুলি হল বাবলা,নারানপুর, চারিগ্রাম, আশ্বিনপুর,আদীবাসীপাড়া, শাশপুর, লস্করদীঘী,রুইদাসপাড়া,ডোঙ্গালন স্নিগ্ধা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *