23 তম বার্ষিক রানাঘাট উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হলো ।

0
423

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- 23 তম বার্ষিক রানাঘাট উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হলো ।উদ্বোধনে তাল কেটেছিল বৃষ্টি কয়কে ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ।এই উৎসবের আগে করার কথা হলেও দিন ঠিক হলেও কোরোনা সংক্রমণের জন্য মেলা বন্ধ করে দিতে হয় অবশেষে কোরোনা অনেকটাই কমে যাওয়াতে রাজ্য সরকার এর নির্দেশে মেলার পারমিশন দেওয়া তে তারা বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে রানাঘাট উৎসবের শুভ সূচনা হলো ।