পৌরসভা নির্বাচনের ঘন্টা বাজতেই এগরায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য,তদন্তে পুলিশ।

0
305

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- পৌরসভা নির্বাচনের ঘন্টা বাজতেই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এগরা পৌরসভা এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকাল নাগাদ এগরা থানা এলাকার এগরা মহকুমা হাসপাতালের কাছে একটি জল নিকাশির ড্রেনে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায় এলাকার মানুষ । এই মৃতদেহ ঘিরে চাঞ্চল্য এলাকায়। এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেওয়া হয় এগরা থানার পুলিশকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এগরা থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পাশাপাশি তদন্তপ্রক্রিয়া শুরু করেছে,নির্বাচন কমিশন ইতিমধ্যে পৌরসভার নির্বাচনের সময়সূচী জানিয়ে দিয়েছেন, নির্বাচনের দিন ঠিক করার ২৪ ঘন্টার মধ্যেই মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এগরা শহরে।