লক্ষাধিক টাকার চোরাই সামগ্রী সহ ধৃত ৩।

0
343

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – লক্ষাধিক টাকার চোরাই সামগ্রী সহ তিন চোর কে গ্রেফতার করলো পুলিশ। ধৃতরা হল নাজমুল হাসান মোল্লা,মনোহর মোল্লা,রহমান মোল্লা।এছাড়াও চোরাই সামগ্রী লেনদেনের জন্য আরও এক যুবক কে গ্রেফতার করে।ধৃতদের কে ক্যানিং থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে ‘বিগত বেশকিছুদিন ধরেই ক্যানিংয়ের বিভিন্ন প্রান্তে চুরির ঘটনা বেড়ে গিয়েছিল।কোন রকমে চোরেদের নাগাল পাওয়া যাচ্ছিল না।গোপন সুত্রে আচমকা খবর পেয়ে বৃহষ্পতিবার রাতে তল্লাশি অভিযান শুরু করে ক্যানিং থানার পুলিশ।তল্লাশি অভিযানে ধরা পড়ে তিন চোর।
ধৃতদের কাছ থেকে ওভেন , গ্যাস সিলিন্ডার,সোনা, রুপা, ক্যামেরা,মাইক্রো ওয়েভ ওভেন, সিলিং ফ্যান, বাসনপত্র, টিভি, হোম থিয়েটার সহ লক্ষাধিক টাকা সামগ্রী উদ্ধার করেছে।
ধৃতদের সাথে আর কে বা কারা যুক্ত রয়েছে,চোরাই সামগ্রী কোথায় বিক্রি করা হতো সে সম্পর্কে ধৃতদের জিঞ্জাসাবাদ শুরু করে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।