বহিরাগত প্রার্থী মেনে নেবে না তৃণমূল কর্মী সমর্থকরা, এমনই দাবিতে রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ রামজীবনপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকদের।

0
298

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- বহিরাগত প্রার্থীদের মেনে নেব না, এই দাবি তুলে বিক্ষোভ তৃণমূলের, পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছে সুজিত পাঁজার নাম। আর এই সুজিত পাঁজার নাম ঘোষণার হওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছে তৃণমূল কর্মী সমর্থকরা।অবশেষে শনিবার বিকেল নাগাদ তৃণমূল কর্মী সমর্থকরা ১১ নম্বর ওয়ার্ডের দেওপুর তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে ঘাটাল, আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।
যদিও দীর্ঘক্ষণ অবরোধের পর তৃণমূল কর্মী সমর্থকরা অবরোধ তুলে নেন।
তৃণমূল কর্মী সমর্থকদের দাবি যে তারা কোনমতেই বহিরাগত প্রার্থী মেনে নেবেন না। কারণ এই সুজিত এই ওয়ার্ডের লোক নয়, কিন্তু এই ওয়ার্ডে উপযুক্ত প্রার্থীকে অন্য ওয়ার্ডে পাঠানো হয়েছে। তাই আমরা দলের কর্মী আমরা বহিরাগত প্রার্থী মেনে নেবনা। এমনই দাবি তুলে বিক্ষোভ কর্মসূচি।