কালিয়াগঞ্জে তৈরি হলো নারী সুরক্ষা বাহিনী।

0
177

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-এবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে তৈরি হলো নারী সুরক্ষা বাহিনী।জেলা পুলিশ সুপারের হাত ধরে এই বাহিনী তৈরি হওয়ায় খুশি কালিয়াগঞ্জ পৌরসভা।কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রামনিবার সাহা ধন্যবাদ জানান জেলা পুলিশ সুপার এবং কালিয়াগঞ্জ থানা কর্তৃপক্ষকে। পৌরপতি রাম নিবাস সাহা বলেন , আজ রাখি বন্ধন উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষার জন্য নারীকেই দায়িত্ব দিলেন। ১২ জনের মহিলাদের দল নিয়ে গঠিত এই বাহিনী আজ থেকে কালিয়াগঞ্জ শহরে গাড়ি নিয়ে তারা ঘুরবেন। রমনিবাস সাহা বলেন, কালিয়াগঞ্জ শহর খুব একটা বড় নয় তাই শহরের পাশাপাশি যাতে এই বাহিনী গ্রামে ও টহল দেয় এ ব্যাপারে তিনি জেলা পুলিশ সুপারকে অনুরোধ করেছেন। পৌরপতি বলেন জেলা পুলিশ সুপার তার অনুরোধ রেখেছেন এবং আগামী দিনে শহরের পাশাপাশি গ্রামেও যাতে এই বাহিনী টহল দেয় সে ব্যাপারে তিনি দেখবেন বিষয়টা। তিনি বলেন এই ১২ জনের নারী সুরক্ষা বাহিনী মূলত নারীদের উপর ইভটিজিং থেকে আরম্ভ করে যে সমস্ত বিষয়গুলো বর্তমান সমাজে নারীদের উপর আঘাত করে সেগুলো নজরদারি করবে। বাংলার মহিলারা যাতে স্বাধীনভাবে তারা ঘোরাঘুরি করতে পারে সে বিষয়ে ও নজর লাগবে এই বাহিনী। জেলা পুলিশ সুপার এবং কালিয়াগঞ্জ থানার এহেন উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। পাশাপাশি এদিন পৌরপতি রাম নিবাস সাহা বলেন তিনি পুলিশ সুপারকে অনুরোধ করেছেন কালিয়াগঞ্জে যেভাবে ড্রাগসের অত্যাচার বেড়েছে তাতে আগামী দিনে বর্তমান যুবসমাজ ধীরে ধীরে অবনতির পথে যেতে চলছে। তাই এই বিষয়টি কেও নজর দেওয়ার জন্য জেলা পুলিশ সুপারের কাছে তিনি অনুরোধ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here