জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ– বৃষ্টি কেও উপেক্ষা করে বাগদেবীর আরাধনার শুরু হয়েছে ঘরে ঘরে ।পাশাপাশি শীতের মাত্রা বাড়ায় চলছে আগুনে শরীর গরমের পালা। সাতসকালে জলপাইগুড়ি তে দেখা গেলো কচিকাচাদের স্বরসতী পুজোর ব্যস্ততা।*যদিও এই বার হঠাৎ আবহাওয়া বিমুখ হবার জন্য রাস্তায় দেখা যায় নি তেমন ভাবে কোন লোকজন কে।বিভিন্ন বিদ্যালয় গুলোতেও সকালে আসার ছবি দেখা যায় নি।
বৃষ্টি কেও উপেক্ষা করে বাগদেবীর আরাধনার শুরু হয়েছে ঘরে ঘরে ।

Leave a Reply