নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- মদ্যপ অবস্থায় তৃণমূল নেতার দৌরাত্ম্য,হোটেল ভাংচুর সহ অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার মন্ডলকুপি এলাকায়,জানা গিয়েছে শুক্রবার রাতে মন্ডলকুপি এলাকার আরাবারি রিসোর্ট হোটেলে বিয়ের রিসেপশনের ব্যবস্থা করা হয়েছিল, সেই রিসেপশনে নিমন্ত্রিত ছিলেন গড়বেতা তিন নম্বর ব্লকের দাপুটে তৃণমূল নেতা INTTUC র ব্লক সেক্রেটারি বিনয় প্রসাদের, হোটেল মালিকের অভিযোগ রাতে ওই নেতা সহ বেশ কয়েকজন বাইরে থেকে ড্রিংস নিয়েসে ওই হোটেলে খাওয়ার আবেদন, সেই আবেদন হোটেল কর্মীরা না উত্তেজিত হয়ে পরে ওই নেতা, এরপর ড্রিংক করার জায়গা করে দেওয়া হয়, এরপরে ড্রিংক অবস্থায় পুনরায় ড্রিঙ্ক চাওয়া হয় হোটেল কর্মচারীদের, সেই সময় হোটেল কর্মচারীরা স্পষ্টভাবে জানিয়ে দেয় এটা তাদের আয়ত্তের বাইরে, মালিক কে জিজ্ঞাসা করে তার ব্যবস্থা করা যেতে পারে, এরপরই উত্তেজিত ওই নেতা অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি ভাঙচুর চালায় ওই হোটেলে, ইতিমধ্যেই এই ঘটনার পুরো ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, অন্যদিকে হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে শনিবার লিখিত অভিযোগ করা হয়েছে শালবনী থানায়, সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে শালবনি থানার পুলিশ, যদিও গোটা ঘটনার কথা উল্টো দিকে ঘুরিয়ে দিলেন বিনয় প্রসাদ, তার পাল্টা অভিযোগ ওই হোটেল রেজিস্ট্রেশন প্রাপ্ত হলেও সম্পূর্ণ বেআইনি কাজের সঙ্গে যুক্ত, হোটেলে মধুচক্রের পাশাপাশি ডুবলিকেট মদ বিক্রি করার অভিযোগ তুললেন তিনি, যদিও এই ঘটনার দায় এড়িয়ে গেলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ,তার বক্তব্য এই ঘটনা সম্বন্ধে আমার কিছু জানা নেই,রাজনীতি ছাড়াও নিজস্ব স্বাধীনতা কিছু রয়েছে,অন্যদিকে এই ঘটনার যথেষ্ট ফায়দা নিয়েছে বিজেপি, বিজেপি সাংগঠনিক জেলার সম্পাদক গৌতম কৌরি বলেন এটা তৃণমূলের কালচার, তবে ওই ব্যক্তিটি আগে ভালো ছিল তৃণমূলে যোগদান করার পর থেকে এই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কারণ তৃণমূল সমাজ বিরোধীদের নিয়ে তৈরি, তো সেখানে গিয়ে কতদিন আর নিজেকে ভাল রাখবেন, তবে আর কিছুদিন তিনি অপেক্ষা করে যেতে পারতেন দিদি তো বাড়ীতে বাড়ীতে মদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, আর হোটেলে যাওয়ার দরকার থাকছে না, এমনিভাবে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা গৌতম কৌরি।
Home রাজ্য দক্ষিণ বাংলা মদ্যপ অবস্থায় তৃণমূল নেতার দৌরাত্ম্য,হোটেল ভাংচুর সহ অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ,তীব্র...