হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে জাঁকজমক ভাবে পালন করা হল সরস্বতী পুজো।

0
295

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আজ বিদ্যার আরাধ্য দেবী মা সরস্বতীর পুজো। দীর্ঘ দুবছর ধরে করোনা অতিমারীর জন্য স্কুল কলেজ বন্ধ ছিল। তাই খুব সংকীর্ণ ভাবে দুবছর ধরে এই পুজো হয়ে আসছে। কিন্তু এ বছর করোনা নিম্নগামী। তাই বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। যদিও আজ ছাত্রছাত্রীদের উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেল। তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সেখ আলি জানান, আমরা প্রতিবছর কলেজ প্রাঙ্গনে সরস্বতী পুজো করে থাকি। কিন্তু দুবছর করোনা অতিমারীর জন্য সেরকম ভাবে করতে পারি নাই। তাই এ বছর স্কুল কলেজ খুলেছে এবং আমরা ভালোভাবে সরস্বতী পুজো করতে পারছি।