তৃণমূলের প্রার্থী বদলের দাবি তুলে ভোট বয়কটের হুঁশিয়ারি এগরার ওয়ার্ডবাসীর,শোরগোল।

0
314

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- রাজ্যে পৌরসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়ে গেছে তৃণমূলের বিক্ষোভ। কোথাও দাদার অনুগামী অর্থাৎ বিজেপি কর্মীদের টিকিট দেওয়া হয়েছে বলে অভিযোগ কোথাও বা প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। এইরকমই ঘটনা দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভায়। রবিবার এগরা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রার্থীর পদ বাতিলের দাবিতে ১২ নম্বর ওয়ার্ডে বিক্ষোভ দেখালেন ঘাসফুল কর্মীরা।এবার সরাসরি পার্থী বদলের দাবি তুলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন তারা,এই সম্বন্ধে ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহজাদ বিবি জানান আমরা এই প্রার্থীকে কোনোভাবেই মেনে নিতে পারছি না, যদি এই প্রার্থীর বদল না হয় তাহলে আমরা ভোট বয়কট করব, যদিও গোটা ঘটনার ফায়দা তুলে নিয়েছে বিজেপির সাংগঠনিক জেলার বিজেপি নেতা অমলেশ পাহাড়ি বলেন, তৃণমূল যেসব প্রার্থী করেছে তাদের অভ্যন্তরীণ বিষয় তবে যেসব প্রার্থী হয়েছেন তারা সবাই তারা যোগ্য নয়, এরা মানুষের পাশে মানুষের সাথে থাকেনা, যখন শুভেন্দু অধিকারী সহ তার একাধিক অনুগামীরা বিজেপিতে যোগদান করেছিলেন তখন ওনারাই গাদ্দার শব্দ টা তৈরি করেছিলেন, এখন এই বিষয়টা তাদের উপরেই প্রযোজ্য, কার্যত গোটা ঘটনায় এক কথা বলা যেতে পারে প্রার্থী নিয়ে যেই রকম ঘটনা ঘটছে তাতে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।