মনিরুল হক, কোচবিহারঃ প্রার্থী বদলের দাবি তুলে দলের জেলা কমিটির চেয়ারম্যান তথা স্থানীয় বিধায়ক উদয়ন গুহকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন দিনহাটার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। আজ সকালে উদয়ন গুহের বাড়ির সামনে গিয়ে তৃণমূল কর্মীরা ওই বিক্ষোভ দেখায়। বিক্ষভকারীদের দাবি, তাঁদের ওয়ার্ডে বাইরে থেকে একজনকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ওই প্রার্থীকে সরিয়ে ওই ওয়ার্ডেরই কাউকে প্রার্থী করতে হবে। দিনহাটা পুরসভায় ১৬টি ওয়ার্ড রয়েছে। এরমধ্যে ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস বিশিষ্ট আইনজীবী জাকারিয়া হোসেনকে প্রার্থী করেছে। তিনি দিনহাটা শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দীর্ঘ দিনের তৃণমূল কর্মী হলেও বরাবর উদয়ন গুহ বিরোধী শিবিরের লোক হিসেবেই পরিচিত জাকারিয়া হোসেন। তারপরেও এবার তাঁকে ১৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।
একে অন্য ওয়ার্ডের বাসিন্দা, তার উপর উদয়ন গুহ বিরোধী শিবিরের লোক বলেই জাকারিয়ার বিরুদ্ধে ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা এমন বিক্ষোভ দেখাচ্ছেন বলে ওই আইনজীবীর ঘনিষ্ঠদের দাবি। যদিও জাকারিয়া হোসেন এনিয়ে কোন মন্তব্য করতে রাজি হন নি।
তবে শুধু দিনহাটার ১৬ নম্বর ওয়ার্ডেই নয়, ৪ ফেব্রুয়ারি দলের রাজ্য নেতৃত্ব প্রার্থী তালিকা প্রকাশ করার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী সমর্থকদের ক্ষোভ বিক্ষোভ শুরু হয়।