সাঁকরাইল ব্লকের খুদমরাইতে লোকসংস্কৃতি অনুষ্ঠানের উদ্বোধন করলেন বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো।

0
382

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- রবিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর আতাডিহা অঞ্চলের আতাডিহা হাট কমিটির কমিটির উদ্যোগে লোক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করলেন গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো, সাঁকরাইল ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কমল কান্ত রাউত সহ অন্যান্যরা।ওই অনুষ্ঠানে পাতা নাচ,ছৌ নাচ, ঝুমর গান এর প্রতিযোগিতার আয়োজন করা করা হয়।বিভিন্ন এলাকা থেকে ঝুমুর শিল্পী ও নৃত্য শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন।এদিনের ওই অনুষ্ঠানে যোগ দিয়ে গোপীবল্লভব পুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো বক্তব্য রাখতে গিয়ে বলেন জঙ্গল মহলের ঐতিহ্য পাতা নাচ,ঝুমুর গান, ছৌ নাচ, কাঠি নাচ সহ বিভিন্ন আদিবাসী লোক সংস্কৃতি হারিয়ে যেতে বসেছিল। বিগত ১০ বছরের প্রচেষ্টায় তা আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা ফিরে পাচ্ছি।সেইসঙ্গে তিনি সবাইকে আগামীদিনেও জঙ্গলমহলের ঐতিহ্যবাহী এই সংস্কৃতি ও লোকসংস্কৃতি কে বাঁচিয়ে রাখার আবেদন জানান।এবং ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।