কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে মনোনয়নের জমা করতে গেলেন মিছিল করে ইংরেজবাজার পৌরসভার ২৪ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী সুতপা দাস ঘোষ।

0
259

নিজস্ব সংবাদদাতা, মালদা,৭ ফেব্রুয়ারি : কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে মনোনয়নের জমা করতে গেলেন মিছিল করে ইংরেজবাজার পৌরসভার ২৪ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী সুতপা দাস ঘোষ।
সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মালদা শহরের বুড়াবুড়িতলা এলাকা থেকে মিছিল শুরু হয়।
হাতে প্লাকার্ড নিয়ে নির্দল প্রার্থীর সমর্থনে মিছিলে পা মেলান কর্মী সমর্থকরা।
প্রত্যেকের মুখে ছিল মাস্ক।সুতপা দাস ঘোষ বলেন দলমতো নির্বিশেষে ২৪ নম্বর ওয়াডের মানুষ আমাকে বেছে নিয়েছেন তাই আজ কালেক্টের বিল্ডিং এসডিও কাছে মনোনয়ন পত্র জমা করতে যাছি সম্পন্ন নিয়ম মেনেই করা হছে।