রানাঘাট, নিজস্ব সংবাদদাতা:- এবারের পৌরসভা নির্বাচন বিরোধী-শূন্য হবে, তাশা ডঙ্কা বাজিয়ে রানাঘাট পৌরসভার প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন। রানাঘাটে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে মহাকুমা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দেয় তৃণমূলের প্রার্থীরা। গোটা রাজ্য জুড়ে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। রানাঘাট পৌরসভার মোট 20 টি ওয়ার্ডের মধ্যে আজ সব কটা ওয়ার্ডে প্রার্থী মনোনয়ন জমা দিলেন।