পাড়ায় শিক্ষালয় খোলায় খুবই খুশি বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্র ছাত্রী থেকে শুরু করে অন্যান্য ছাত্র ছাত্রী সহ অভিভাবক ও অভিভাবিকারা।

0
248

আবদুল হাই, বাঁকুড়াঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে শিক্ষাদপ্তরের নির্দেশে আজ ৭ ই ফেব্রুয়ারি প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পাড়ায় শিক্ষালয়ে পঠনপাঠন শুরু হল। এই আনন্দ মুখর পরিস্থিতিতে সকল ছাত্র ছাত্রী, থেকে অভিভাবক ও অভিভাবিকারা খুবই খুশি। দীর্ঘ প্রতিক্ষার পর শিশু শৈশবের মানসিক বিকাশ ঘটানোর এই কর্মসূচি আজ আলোড়ন ফেলেছে। এই কর্মসূচিতে সামিল ছিলেন ইন্দাস চক্রের বিশেষ শিক্ষকগণ।চন্দন কুমার ঘোষ, হাবিবুর রহমান এবং শিক্ষাবন্ধু জিয়াউল ইসলাম।তাঁরা ইন্দাস চক্রের পদুয়া প্রাথমিক বিদ্যালয়,কুমড়ুল প্রাথমিক বিদ্যালয় এবং মির্জাপুর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।চন্দন বাবু বলেন, শিক্ষার্থীরা সহ শিক্ষকগণ সকলে খুব আপ্লুত ও উৎভাসিত পাড়ায় শিক্ষালয় চালু হয়ে। এদিন অন্যান্য ছাত্র ছাত্রীর সাথে বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্র ছাত্রীদের ও উপস্থিতি দেখা গেছে।