রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী শুরু হল পাড়ায় পাড়ায় শিক্ষালয়।

ক্যানিং, নিজস্ব সংবাদদাতা:- সোমবার সকালে সেই নির্দেশ অনুযায়ী কোভিড বিধি মেনেই শুরু হল পাড়ায় শিক্ষালয়।
এদিন সকালে ক্যানিংয়ের ২ নম্ব দিঘীরপাড়া এলাকার ৩৮০ নম্বর সেন্টারের এক অঙ্গনওয়াড়ী কর্মী পাড়ায় শিক্ষালয় শুরু করার জন্য পাড়ায় পাড়ায় হাজীর হয়। সেখানে তাঁরই কেন্দ্রে ক্ষুঁদে শিশুদের কে বাড়িতে উপস্থিত হন।বাড়ি থেকে শিশুদের কে ডেকে আনেন। পরে নির্দিষ্ট একটি খোলা জায়গায় শুরু হয় পড়াশোনা। প্রথমে ওই অঙ্গনওয়াড়ী কর্মী সাবান দিয়ে প্রতিটি শিশুকে অতি যত্নে হাত ধুয়ে দিয়ে মুছে দেয়। পরে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে শুরু হয় পড়াশোনা।শেষে অভিভাবকদের ডেকে তাঁদের হাতে নিজ নিজ শিশুদের কে দায়িত্ব সহকারে তুলে দেয় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য।পাড়ায় শিক্ষালয়ে এমন অনবদ্য উদ্যোগ এবং মহিলা অঙ্গনওয়াড়ী কেন্দ্রে দিদিমণির কোভিড সম্পর্কিত সচেতনতা দেখে উচ্চসিত প্রশংসা করেছে অভিভাবকরা।
অন্যদিকে দীর্ঘ প্রায় দু’বছর পর স্কুলে ফিরতে পেরে অনন্দিত শিশুরাও।
অঙ্গনওয়াড়ী কর্মী মন্দিরা চৌধূরী জানিয়েছেন ‘স্কুল খোলার জন্য সরকারী নির্দেশ পেয়ে খুব আনন্দ পেয়েছিলাম।যে আমরা স্কুল খুলতে পারবো। কারণ করোনা আমাদের দূরত্ব বাড়িয়ে দিয়েছিল। ফলে শিশুদের খাবার দেওয়ার সময় দেখা হলেও সেই পরিস্থিতি ছিল না,তাদের কাছে কিংবা কোলে তুলে আদর যত্ন করতে পারতাম না। আজ গাছতলায় শিশুদের নিয়ে ক্লাস করে খুব আনন্দ হচ্ছে। আপাতত সরকারী নির্দেশ অনুযায়ী শিশুদের নিয়ে সপ্তাহে সোম,বুধ এবং শুক্রবার স্কুল খোলা হবে। এছাড়াও শিশুরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তারা যাতে সুস্থ থাকে সেই কারণে কোভিড বিধি মেনেই তাদের কে স্কুলের পাঠ দেওয়ার চেষ্টা করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *