ইংরেজবাজার পৌরসভার প্রশাসক মন্ডলীর প্রাক্তন চেয়ারপারসন সুমলা আগরওয়াল সহ তৃণমূল প্রার্থীরা মঙ্গলবার জমা দিলেন মনোনয়নপত্র।

0
259

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-ইংরেজবাজার পৌরসভার প্রশাসক মন্ডলীর প্রাক্তন চেয়ারপারসন সুমলা আগরওয়াল সহ তৃণমূল প্রার্থীরা মঙ্গলবার জমা দিলেন মনোনয়নপত্র। জানা যায় দিন ইংরেজবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের হয়ে সন্ধ্যা দাস, ইংরেজবাজার পৌরসভার প্রশাসক মন্ডলির প্রাক্তন চেয়ারপারসন তথা দুই নম্বর ওয়ার্ডের প্রার্থী সুমলা আগরওয়ালের পাশাপাশি পৌরসভার চার নম্বর, ছয় নম্বর এবং এগারো ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা মনোনয়নপত্র জমা করেন এদিন। এই মর্মে গোটা মালদা শহর জুড়ে এক মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলে দলীয় কর্মীরা ঝান্ডা হাতে অংশ নেয়।