নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভিতরে ঢুকে পড়ল একটি লরি।

0
352

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভিতরে ঢুকে পড়ল একটি লরি। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে পরপর দুটিটি দোকান, ঘটনায় জখম গাড়ির চালক সহ দুইজন।আহতদের উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ঘটনাটি ঘটে ফালাকাটা ব্লকের গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের তফসিতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লরিটি ফালাকাটা থেকে ধুপগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রাস্তার ধারে দোকানে ঢুকে পরে।দুর্ঘটনায় দুটি দোকান ক্ষতিগ্রস্থ হয় বলে খবর।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফালাকাটা থানার পুলিশ।পুলিশ লরিটি আটক করেছে বলে জানা গিয়েছে। ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক বলরাম দেবনাথ।