সরস্বতী পুজো উপলক্ষে গোসাবায় ক্রিকেট টুর্ণামেন্ট।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – সরস্বতী পুজো উপলক্ষে এক ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্টিত হল গোসাবায়।টুর্ণামেন্টে দ্বীপ এলাকার বিভিন্ন প্রান্তের ৮ টি ক্রিকেট দল অংশ গ্রহণ করে।গোসাবা ৩ নম্বর মাধবমন্দির পাড়া যুবক বৃন্দের উদ্যোগে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় ৩ নম্বর মাধবপাড়া মন্দির সংলগ্ন মাঠে।এদিন উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় সেভেনষ্টার বনাম গোসাবা তিন নম্বর মাধব পাড়া’র মধ্যে।
টসে জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেয় গোসাবা ৩ নম্বর মাধব পাড়া।৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৩ রান করে। জবাবে ৫ ওভারে সব উইকেট হারিয়ে ২০ রান তোলে সেভেনষ্টার।
৪০ রানে জয়লাভ করে গোসাবা ৩ নম্বর মাধবমন্দির পাড়া।৬ টি বাউন্ডারীর সাহায্যে সর্বোচ্চ ২৮ রান করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মাধবমন্দির পাড়ার বামহাতি ব্যাটস ম্যান দিবাকর কামিলা।
এদিন অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ভাষ্কর দাশ,সম্রাট নস্কর,শুভঙ্কর নস্কর,অধম শীট লখিন্দর নস্কর সহ অন্যান্যরা।
প্রথম বর্ষের টুর্ণামেন্ট ঘিরে অসংখ্য উৎসাহী ক্রিকেটপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির সদস্য ভাষ্কর দাস বলেন ‘করোনা তান্ডবে দীর্ঘদিন ধরে খেলাধূলা বন্ধ রয়েছে।যেন একটা অলসতা কাজ করছিল। সেই অলসতা ভাঙতেই আমাদের এই ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *