ছাউনি বিহীন পাড়ায় শিক্ষালয় পঠন পাঠন দেখে চিন্তিত অভিভাবক গণ।

0
227

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :  গত 7 তারিখ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রী পঠন পাঠনের সুযোগ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার তথা শিক্ষা ভবন । মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত অভিনব পঠন-পাঠন অধিকাংশ ছাত্র ছাত্রীদের মনে আনন্দের হিল্লোল তুলেছে । করোনার আবহে স্কুলের মধ্যে ছাত্র-ছাত্রীদের পড়ার ব্যবস্থা না করে পঞ্চম থেকে সপ্তম এবং প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রীদের পাড়ায় শিক্ষা ব্যবস্থা করেছেন শিক্ষা দপ্তর । সেইমতো সমস্ত স্কুলের শিক্ষকগণ সরকারি নির্দেশ মতো অক্ষরে অক্ষরে পালন করতে তৎপর । বেশ চলছিল খোলা আকাশের নিচে পঠন পাঠন এর ব্যবস্থা। অধিকাংশই স্কুলে ব্যবস্থাপনায় অভিভাবকরা চিন্তিত । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ বাড়ে সেই পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের রোদে বসে পঠন-পাঠন করতে হবে এই ভেবে অধিকাংশ অভিভাবক উপরের ছাউনি দেওয়ার অনুরোধ করেছেন শিক্ষক শিক্ষিকে । শিক্ষক-শিক্ষিকাগণ চেষ্টা চালাচ্ছেন এলাকার প্রধান জনপ্রতিনিধিদের বলে যাতে যে এলাকায় পঠন-পাঠন শুরু হয়েছে সেই এলাকার ছাত্র-ছাত্রীদের বসার স্থলে উপরের ছাউনির ব্যবস্থা করা হোক। ছাউনি বিহীন খোলা আকাশের নিচে পঠন-পাঠনের চিত্র দেখা গেল মানিকপুর কালিতলা পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ।