ডে নাইট ক্রিকেট টুনামেন্টের চুরান্তপর্বের খেলা মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা, নিজস্ব সংবাদদাতা:- ডে নাইট ক্রিকেট টুনামেন্টের চুরান্তপর্বের খেলা মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছিল।উপস্থিত ছিলেন পৌরসভার বিদায়ী প্রশাসকবোর্ডের চেয়ারপারসেন পাপিয়া পাল।বন্দন প্রাঙ্গন vs কলকাতা একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। jyma পরিচালিতসুনীল কুমার খান ,স্বপনা খান এবং নিতাই ঘোষ মেমোরিয়ালচ্যাম্পিয়ন এবং অলোকেশ দে মেমোরিয়াল রানাস আপ ডে নাইট t20 cricket টুনামেন্ট।মোট আটটি টিম উত্তর বঙের বিভিন্ন জেলার থেকে অংশগ্রহণ করেছিল এখানে।কলকাতা একাদশ ,বদ্দন প্রাঙ্গন কে হারিয়ে বিজয় হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *