বর্তমান শীতকালীন রক্তের সংকট মোচনে সুরজিৎ ও মৃদুলার ছোট্ট সোনা মাস্টার অঙ্কুরনের শুভ জন্মদিন উপলক্ষে, “রক্তদানে শিবির মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ব্লাড সেন্টার থেকে।

0
365

নিজস্ব সংবাদদাতা, মালদাাঃ- বর্তমান শীতকালীন রক্তের সংকট মোচনে সুরজিৎ ও মৃদুলার ছোট্ট সোনা মাস্টার অঙ্কুরনের শুভ জন্মদিন উপলক্ষে, “রক্তদানে শিবির মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ব্লাড সেন্টার থেকে। তার অঙ্গ হিসেবে গৌড়ভূমি চাঁচোল মালদার আয়োজনে, বামনগোলা মন্ডল পরিবারের মানবিক উদ্যোগে, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার পরিচালনায়, চাঁচোল এস. এস. হাসপাতাল ব্লাড সেন্টারে মুমূর্ষু থ্যালাসেমিয়া রোগীর জন্য স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। স্কাউট মাস্টার অভিষেক ঝা রক্ত দিয়ে শিবিরের শুভ সূচনা করেন। শিবিরে ৩ জন মহিলা সহ ১৬ জন রক্তবন্ধু রক্ত দান করেন। শিবিরে উপস্থিত ছিলেন ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, গৌড়ভূমি চাঁচোল মালদার সম্পাদক অর্চনা দাস, মাস্টার অঙ্কুরনের পিতা পেশায় শিক্ষক সুরজিৎ মন্ডল। সুরজিৎ মন্ডল বলেন আমরা সবাই যদি এভাবে ছোট ছোট পারিবারিক রক্তদান করে এগিয়ে আসতে পারি তাহলে রক্তের অভাবে কোন জীবন বিপন্ন হয়না। সকলকে ধন্যবাদ জানান গৌড়ভূমি চাঁচোল মালদার সভাপতি রফিকুল হোসেন মহাশয়।