আলিপুরদুয়ারের কুমারগ্রামের নিউল্যান্ডস চা বাগান কর্তৃপক্ষের হাতে চা শ্রমিকদের ব্যাবহারের জন্য একটি অত্যাধুনিক এম্বুলেন্স তুলে দিল উত্তর দিনাজপুরের স্বেচ্ছাসেবী সংস্থা।

0
423

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শুক্রবার আলিপুরদুয়ারের কুমারগ্রামের নিউল্যান্ডস চা বাগান কর্তৃপক্ষের হাতে চা শ্রমিকদের ব্যাবহারের জন্য একটি অত্যাধুনিক এম্বুলেন্স তুলে দিল উত্তর দিনাজপুরের স্বেচ্ছাসেবী সংস্থা। এদিন দুপুরে নিউল্যান্ডস চা বাগানে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওই এম্বুলেন্স প্রদান করা হয় চা বাগান কর্তৃপক্ষের হাতে। জানা গিয়েছে, ওই এম্বুলেন্স টি চা বাগান কর্তৃপক্ষই পরিচালনা করবে। অনেক সময় এম্বুলেন্সের অভাবে চা শ্রমিকদের চিকিৎসার সমস্যা হয়, সেই সমস্যা দূর করতেই জেলা সদর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ভুটান সীমান্তে অবস্থিত এই চা বাগান কে এই এম্বুলেন্স টি প্রদান করে ওই স্বেচ্ছাসেবী সংস্থা।