তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় মহোৎসব এর আয়োজন করা হয় সাঁকরাইল ব্লকের বাগানসাই এলাকায়।

ঝাড়গ্রাম, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চলের বাগানসাই এলাকায় রগড়া অঞ্চল তৃণমূলের উদ্যোগে শনিবার হরিনাম সংকীর্তন সহযোগে বিজয় মহোৎসব অনুষ্ঠানের সূচনা করা হয়। কাটোয়াপাল থেকে বাগানসাই পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃখগেন্দ্রনাথ মাহাত, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল কান্ত রাউৎ, সহ সভাপতি অনুপ মাহাত, রগড়া অঞ্চল সভাপতি পঞ্চানন দাস সহ আরো অনেকে। ওই বিজয় মহোৎসব কে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসাহ রয়েছে যথেষ্ট। এবং সমস্ত গ্রামবাসীরা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।ওই অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের সাঁকরাইল ব্লক সভাপতি কমল কান্ত রাউৎ বলেন বিধানসভা নির্বাচনের পর করোনা পরিস্থিতির জন্য আমরা বিজয় উৎসব পালন হয় নি।তাই করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর সংকীর্তন এর মাধ্যমে বিজয় উৎসবের আয়োজন করেছে এবং শান্তির বাতাবরণ তৈরি করতে এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সেইসঙ্গে তিনি বলেন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এলাকার সর্বস্তরের মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।এবং এই অনুষ্ঠান দিন ধরে চলবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *