খড়গপুর শহরটাকে ডাস্টবিন বানিয়ে দিয়েছে,ভোট প্রচারে বেরিয়ে মন্তব্য দিলীপ দিলীপ ঘোষের।

0
339

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- আগামী ২৭ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভা নির্বাচন,তাই রবিবার সকালবেলা পৌঁছালেন খড়গপুর রেল স্টেশনে,সেইখানে চা চক্রে যোগ দিয়েই পৌঁছে গেলেন খরগপুর পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী চরণজিৎ সিং প্রচারে,খরগপুর পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় এলাকাজুড়ে সকালবেলা ঢাক ঢোলের সাথে নিয়ে প্রচার সারলেন বিজেপির মেদিনীপুরের সাংসদ তথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । রবিবারের সকালে নিজেদের খরগপুর পৌরসভা 2 নম্বর প্রার্থীদের সমর্থনে এলাকাজুড়ে প্রচার এবং চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ । এইদিন সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানান খড়গপুর শহরটাকে ডাস্টবিন বানিয়ে দিয়েছে তৃণমূল পরিচালিত খরগপুর পৌরসভা, তিনি আরো বলেন ফুটপাত ভেঙ্গে গুড়ো হয়ে গেছে, হাটতে গেলে হোচট খাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সার্বিক উন্নতি করার জন্য আমরা লড়াই করছি, এই পৌরসভা নির্বাচনে আমাদের যদি বোর্ড গঠন হয় তাহলে স্বচ্ছ খড়গপুর শহর উপহার দেবো শহরবাসীকে, পাশাপাশি তিনি বলেন বিগত দিনে খড়গপুর শহরে পুলিশকে দিয়ে তৃণমূলের রাজনীতি করে এসেছে, গতবারে এরকম ঘটনা ঘটেছে তবে কোনো কাজ হয়নি, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোট করানো যায় না, আমরাও সাধারণ মানুষের সঙ্গে রয়েছি আমরাও দেখবো ফ্রী ফায়ার ইলেকশন হয়, পাশাপাশি সম্পূর্ণভাবে আশাবাদী তিনি জেতার পক্ষে, তিনি আরো বলেন ফ্রী ফায়ার নির্বাচন হলে তৃণমূল জিততে পারবেনা, হলে পুলিশকে ব্যবহার করতে হবে না হলে মাফিয়া গুন্ডাদের ব্যবহার করতে হবে, তবে যেটা কলকাতা ও আসানসোলে হয়েছে সেটা অন্য জায়গায় করতে পারবে না এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ।