গাজোল ব্লকের কড়চা ডাঙ্গা কালাচাঁদ একাডেমির উদ্যোগে রবিবার একটি তাইকোন্ডো শিবিরের মাধ্যমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো।

0
469

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- গাজোল ব্লকের কড়চা ডাঙ্গা কালাচাঁদ একাডেমির উদ্যোগে রবিবার একটি তাইকোন্ডো শিবিরের মাধ্যমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো। এর পাশাপাশি এদিন আবৃতি, অঙ্কন এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। গাজলের কড়চা ডাঙ্গা কালাচাঁদ একাডেমি উদ্যোগে ক্রীড়াপ্রেমী মানুষজন নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় । যেখানে বিভিন্ন গ্রামীণ এলাকার পিছিয়ে পড়া ছেলেমেয়েরা সম্পূর্ণ বিনামূল্যে তাদের প্রতিভা তুলে ধরতেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে , গ্রামীণ এলাকার ছেলে মেয়েদের বিভিন্ন ধরনের প্রতিভার বিকাশ ঘটাতে এদিন তাইকোন্ডো খেলার পাশাপাশি সংগীতা অনুষ্ঠান এবং আবৃত্তি প্রতিযোগিতা কর্মসূচি গ্রহণ করা হয়।