গড়বেতার ছোট আঙারিয়া গণ হত্যাকাণ্ডের মূল সাক্ষী বক্তার মন্ডলের অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া।

0
286

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ছোট আঙারিয়া গনহত্যার কান্ডের প্রত্যক্ষদর্শী ও মূল সাক্ষী বক্তার মন্ডলের অকাল মৃত্যুতে শোকাহত ব্লক তৃণমূল কংগ্রেস।জানা গিয়েছে রবিবার সকালে গড়বেতার ছোট আঙ্গারিয়া গ্রামে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বক্তার মণ্ডলের। প্রসঙ্গত ২০০১ সালের চৌঠা জানুয়ারি ছোট আঙারিয়া গ্রামে গণহত্যার ঘটনা ঘটে।যেই ঘটনায় পাঁচজনকে নৃশংস ভাবে পুড়িয়ে হত্যা করেছিল সিপিএমের হার্মাদ বাহিনী বলে অভিযোগ। তার অন্যতম সাক্ষী ছিলেন বক্তার মন্ডল, জানা গিয়েছে মৃত্যুকালে তাঁর বয়স ছিল আনুমানিক ৫৭ বছর, তবে তার মৃত্যু নিয়ে ছোট আঙারিয়া ঘটনার মামলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।বক্তার মণ্ডলের মৃত্যু সংবাদ শুনে তার বাড়িতে গিয়ে তার মরদেহে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবারবর্গ কে সমর্থন জানান গড় বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা, গড়বেতা এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেবাব্রত ঘোষ ,তৃণমূল কংগ্রেসের নেতা অসীম সিংহ সহ অন্যান্যরা । বিধায়ক উত্তরাসিংহ হাজরা বলেন বক্তার মন্ডলের মৃত্যু খুবই বেদনাদায়ক। তার পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস থাকবে ।তিনি তাঁর পরিবারের সকলকে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন এবং ছোট আঙারিয়ার ঘটনায় দোষীরা অবশ্যই শাস্তি পাবে বলে তিনি জানান। তৃণমূল কংগ্রেসের গড় বেতা এক ব্লকের সভাপতি সেবাব্রত ঘোষ বলেন বক্তার মন্ডলের মৃত্যু দুঃখজনক ।তবে যারা ছোট আঙারিয়া ঘটনায় যুক্ত তারা শাস্তি পাবে। ছোট আঙ্গারিয়ার মানুষ বিচার পাবে।সিপিএমের হার্মাদ নেতা সুশান্ত ঘোষ যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন । বিচারের অপেক্ষায় রয়েছে এলাকার মানুষ। সিপিএম নেতা সুশান্ত ঘোষ বলেন ছোট আঙারিয়া গন হত্যা মামলার কোন সারবত্তা নেই আদালতে জানিয়েছিল। আদালতে প্রথম সেই মামলার নিষ্পত্তি হয়েছিল । রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসায় রাজনৈতিক প্রতিহিংসা পূরণ করার জন্য দ্বিতীয়বার সেই মামলা চালু করেছে। আদালতের ওপর আস্থা আছে। আদালতের রায় আগামী দিনে প্রমাণ হবে যে ওই ঘটনার সাথে কোন সম্পর্ক ছিল না। তবে বক্তার মণ্ডলের মৃত্য দুঃখজনক বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here