নবদ্বীপ পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রথম বর্ষ নবদ্বীপ মিউনিসিপ্যাল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা।

0
577

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নবদ্বীপ পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রথম বর্ষ নবদ্বীপ মিউনিসিপ্যাল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। রবিবার দুপুরে খেলাটি অনুষ্ঠিত হয় নবদ্বীপ পৌরসভার রানীর চড়া সংলগ্ন প্যাকের মাঠে। পয়লা ফেব্রুয়ারি থেকে দশ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টটি শুরু হয়ে আজ তার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো মহা সমারোহে। খেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে ক্রিকেট ব্যাট ও বলের মধ্যে সংযোগ স্থাপনের মধ্য দিয়ে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চম বারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা ও নবদ্বীপ পৌরসভার প্রাক্তন প্রশাসক বিমান কৃষ্ণ সাহা। এছাড়াও খেলার মাঠে এই দিন উপস্থিত ছিলেন নবদ্বীপ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ রা।সর্বশেষ ফাইনাল খেলাটি এই দিন অনুষ্ঠিত হয় রানির চড়া আজাদ হিন্দ ক্লাব ও পোড়া ঘাট গৌড় গঙ্গা ক্লাবের খেলোয়াড়দের মধ্যে। খেলায় বিজয়ের শিরোপা ছিনিয়ে নিয়ে জয় লাভ করে পোড়া ঘাট গৌড়গঙ্গা ক্লাব। নবদ্বীপ মিউনিসিপাল ক্রিকেট টুর্নামেন্ট খেলা কে ঘিরে এই দিন মাঠে সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।