নিয়ন্ত্রনহীন লরির ধাক্কায় ভাঙলো প্রাচীর।

0
259

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নিয়ন্ত্রনহীন লরির ধাক্কায় ভাঙলো প্রাচীর। গুঁড়িয়ে গেল একটি টলি ভ্যান, নদীয়ার নবদ্বীপ সরকার পাড়া বাইপাস এলাকায়। পাশাপাশি লরির ধাক্কায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হলো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুটি। ঘটনাটি ঘটেছে শনিবার আনুমানিক সন্ধ্যা ৮.৩০ নাগাদ নবদ্বীপ থানার সরকারপাড়া বাইপাস ও মঙ্গল চন্ডী তলা এলাকায়। অভিযুক্ত লরির চালক, খালাসী সহ লরি টিকে আটক করেছে নবদ্বীপ থানার পুলিশ। জানা যায়, এদিন সন্ধ্যায় নিয়ন্ত্রনহীন লরিটি প্রথমে সরকারপাড়া বাইপাস এলাকায় পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি টলি ভ্যানে ধাক্কা মারে। পাশাপাশি লরির ধাক্কায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় একটি আস্ত প্রাচীর। ঘটনার সময় টলির চালক রাস্তার পাশে টলি রেখে কিছুটা দূরে দাঁড়িয়ে ছিলেন, না হলে বড়োসড়ো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো বলে অভিযোগ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের। লরির ধাক্কায় টলি টি সম্পূর্ণভাবে ভেঙ্গে গুড়িয়ে যায়। এরপর লরিটি মঙ্গলচন্ডী তলায় গিয়ে একইভাবে পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি স্কুটি কে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকার স্থানীয় মানুষজন লরি টিকে ধরে ফেলে। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। অভিযুক্ত লরি চালক বিধান জোয়ার্দ্দার ও খালাসী পরিতোষ দাস সহ লরি টিকে আটক করার পাশাপাশি সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।