হিতৈষীর উদ্যোগে রক্তদান কর্মসূচি ।

0
381

আব্দুল হাই, বাঁকুড়াঃ – জেলার ব্লাড ব্যাঙ্ক গুলিতে ক্রমশ প্রবল হচ্ছে রক্তের সংকটের ছবি। বাঁকুড়া জেলা ব্লাড ব্যাঙ্কের রক্তসংকট মেটাতে এগিয়ে এলো হিতৈষী ^সেইমত আজ বাঁকুড়ার কৃষকবাজারে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরে মোট ৭৪ জন রক্তদান করেন ।এর মধ্যে ৫ জন মহিলা রক্তদান করেন। । এদিনের রক্তদান কর্মসূচীতে বহ পুরুষ ও মহিলা অংশগ্রহণ করে। হিতৈষীর এক কর্মকর্তা বলেন, এদিন স্বেচ্ছায় ৭৪ জন রক্তদান করেন । বিভিন্ন ধরনের সেবামূলক কাজের সাথে প্রতি বছর হিতৈষী রক্তদান কর্মসূচি করে থাকে।আগামী দিনেও আমাদের এই ধরনের কর্মসূচি চলতে থাকবে।