মালদা আদিবাসী রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়,রবিবার রথবাড়ি নিজস্ব ক্লাব প্রাঙ্গণে, স্বেচ্ছায় রক্তদান শিবির।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- আদিবাসী সম্প্রদায়ের বড় উৎসব সহরায় (বাদনা) এই উৎসবকে সামনে রেখে ইংরেজ বাজার শহর সহরায় (বাদনা) পরব উদযাপন উপলক্ষে, মালদা আদিবাসী রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়,রবিবার রথবাড়ি নিজস্ব ক্লাব প্রাঙ্গণে, স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।এছাড়াও বিকেলে আদিবাসী সঙ্গীত ও আদিবাসী নৃত্যু অনুষ্ঠিত চলবে। এদিন এই উৎসবের মধ্যে দিয়ে আদিবাসী ক্লাবের তরফে রক্তদান শিবির আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরে ২১ জন রক্তবন্ধু রক্তদান করেন। রক্তদান শিবিরে বক্তব্য রাখেন মালদা জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অমিতাভ মন্ডল, মালদা আদিবাসী রেক্রিয়েশন ক্লাবের সম্পাদক প্রভাত কিস্কু, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, মালদা মেডিক্যাল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক সুশান্ত ব্যানার্জি, সেন্টজন এম্বুলেন্সের সমাজকর্মী সুরজিৎ মন্ডল প্রমুখ। সকলকে ধন্যবাদ জানান মালদা আদিবাসী রিক্রিয়েশন ক্লাবের সভাপতি কিষান হেমব্রম মহাশয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *