চাকদাহ রামলাল একাডেমি উচ্চ বিদ্যালয়ে নব আরতি সংস্থা তাদের ছাত্র ছাত্রীদের নিয়ে মনোজ্ঞ সংগীতা অনুষ্ঠানের আয়োজন।

0
418

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:– সোমবার চাকদাহ রামলাল একাডেমি উচ্চ বিদ্যালয়ে নব আরতি সংস্থা তাদের ছাত্র ছাত্রীদের নিয়ে মনোজ্ঞ সংগীতা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ।এই সংস্থা তে বিনামূল্যে দুঃস্থ দের বিনা পারিশ্রমিকে গান, তবলা ,নৃত্য শেখানো হয় তাদের সোমবার ছিল বার্ষিক অনুষ্টান এই প্রসঙ্গে কি জানাচ্ছেন তারা ।