জীববৈচিত্র্য রক্ষা করতে কুমির ছাড়া হল সুন্দরবনের নদীতে।।

0
460

অকারণ মুখোপাধ্যায়,সুন্দরবন -জীববৈচিত্র্য রক্ষা করতে কুমির ছাড়া হল সুন্দরবনের নদীতে। রবিবার সুন্দরবন বন বিভাগের উদ্যোগে কুমিরগুলিকে নদীতে ছাড়া হয়। ৩৫ টি কুমীর ছাড়া হয়েছে এদিন। যার মধ্যে ৩ টি পুরুষ কুমির ও ৩২ টি মহিলা কুমির রয়েছে। বনদপ্তর সূত্রে খবর, এই কুমিরগুলি ভগবাতপুর কুমির প্রকল্পে বেশ কয়েক বছর ধরে বড় হচ্ছিল। অবশেষে সেগুলিকে নিয়ে ছাড়া হয় সুন্দরবনের গভীর জঙ্গলের নদীতে। মূলত কলমি নদী, ভাইজোড়া খাল, এবং লুথিয়ান নদীতে বনবিভাগের আধিকারিকরা এইগুলি ছেড়ে দেন। এর আগেও একাধিকবার সুন্দরবনের নদীতে কুমির ছাড়া হয়েছে। মাস কয়েক আগেই সুন্দরবনের নদীতে ২৩ টি কুমীর ছাড়া হয়।

এ বিষয়ে ২৪ পরগনা ডিভিশনের বনবিভাগের অধিকারীক মিলন মন্ডল বলেন, গত বছর সব মিলিয়ে ৫৫ টি কুমির ছাড়া হয়েছিল সুন্দরবনের নদীতে। এবছর ৩৫ টা ছাড়া হলো। কুমির গুলি প্রায় চার ফুট করে লম্বা। মূলত সুন্দরবনের নোনা জলে কুমিরের প্রজনন বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বনদপ্তর এর তরফ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here