পুলিশের ব্যারিকেড ভেঙে দফতর চত্বরে ঢুকে বিক্ষোভে ফেটে পড়ে আদিবাসীরা।

0
478

আবদুল হাই, বাঁকুড়াঃ বন দফতরে আদিবাসীদের বিরুদ্ধে অপমানজনক লিফলেট বিলির প্রতিবাদে বাঁকুড়ার বিষ্ণুপুরে পাঞ্চেত বন বিভাগের দফতর ঘেরাও করলো আদিবাসীরা।সেই বিক্ষোভকে ঘিরে তুমুল উত্তেজনা। কয়েক হাজার আদিবাসী মানুষ এদিন পাঞ্চেত বন বিভাগের দফতরে মিছিল করে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভকারীরা দফতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপরই পুলিশের সাথে কার্যত ধুন্ধুমার বেধে যায়। শেষ পর্যন্ত পুলিশের ব্যারিকেড ভেঙে আদিবাসী দফতর চত্বরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভকারীদের অভিযোগ সম্প্রতি বন দফতর একটি লিফলেট বিলি করে। সেই লিফলেটে লেখা
ছিল বন জঙ্গলে আগুন ধরিয়ে দেয় আদিবাসীরা। এটা তাদের সংস্কৃতি। আদিবাসীদের দাবি বন দফতরের এই লিফলেটে আদিবাসীরা চুড়ান্ত অপমানিত হয়েছে্।যুগ যুগ ধরে আদিবাসীরা জঙ্গল রক্ষা করে এসেছে। তারা জঙ্গলে আগুন ধরায় না।