মানুষের সুখ-দুঃখে সবসময় দেখা যায় শম্পা দরিপাকে, বললেন শিক্ষক লাল মুখোপাধ্যায়।

0
270

আবদুল হাই, বাঁকুড়া :- আসন্ন বাঁকুড়া পৌরসভা নির্বাচনে 10 নম্বর ওয়ার্ড থেকে টিএমসি শম্পা দরিপা কে তাদের প্রার্থী করেছে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা অশোক চট্টরাজ বলেন যে শম্পা দরিপা কাউন্সিলর হিসেবে নয় মানুষ হিসেবে অত্যন্ত ভালো এবং সব সময়েই বোর্ডের মানুষদের পাশে থাকেন তাই তারা আগামী নির্বাচনে সমর্থন করবেন তিনি এক ধাপ এগিয়ে বলেন যে তারা চান যেন শম্পাকে বাঁকুড়া পৌরসভার চেয়ারপার্সন করা হয়।সুভাষ দাস নামে এক স্থানীয় বাসিন্দা বলেন যে শম্পা দরিপা সবসময় তাদের পাশে থাকেন এবং নানান পরিষেবা পেতে সাহায্য করেন সে তার বাবা-মায়ের বার্ধক্য ভাতা হোক বা অন্য কোনো সরকারি পরিষেবা শম্পা দরিপা কারণে তারা সবকিছু পেয়েছেন তাই তারা আগামী নির্বাচনে তাকে সমর্থন করবেন এক স্থানীয় মানুষ আদিনাথ ব্যানার্জি বলেন যে শম্পা দরিপা এই 10 নম্বর ওয়ার্ডের জন্য কোন নতুন নাম নয় তিনি এর আগে বাঁকুড়া পৌরসভার চেয়ারপার্সন ছিলেন এবং বিধায়ক ছিলেন তিনি বহু এমন কাজ করেছেন যার ফলে মানুষ উপকৃত হয়েছে তাই মানুষের পছন্দের তালিকায় শম্পা দরিপা নামটি সবচেয়ে উপরের থাকবে তিনি আত্মবিশ্বাসে ভরপুর যে আগামী নির্বাচনে তিনি এখান থেকে জয়ী হবেন নেবেন লাল মুখোপাধ্যায় নামে এক শিক্ষক বলেন যে শম্পা দরিপা 10 নম্বর ওয়ার্ডের জন্য উন্নয়নের বহু কাজ করেছেন জল লাইভ এসবের ব্যবস্থা করেছেন এছাড়াও মানুষের সুখে দুঃখে তিনি সবসময় মানুষের পাশে দাঁড়ান তাই তিনি বলেন শুধু তিনি নন এই ওয়ার্ডের সমস্ত মানুষ আগামী নির্বাচনে শম্পা দরিপা সমর্থন করবেন অন্যদিকে এইবারের এক বাসিন্দা অনিমা মুখার্জি বলেন যে শম্পা দরিপা সবসময় তাদের পাশে দাঁড়ানো বিপদে-আপদে তিনি তাদের পাশে এসে দাঁড়ান তাই তাদের সমর্থন শম্পা দরিপা দিকেই থাকবে এক নবতিপর বাসিন্দা নীলমণি ব্যানার্জি বলেন যে এইবার থেকে কাউন্সিলর হবার যোগ্যতা শম্পা দরিপা ছাড়া আর কারো নেই কেউ মানুষের কাজ করতে পারবে না এবং সম্পাদনার মতো জনসংযোগ অন্য কারো নেই তাই এই ঘর থেকে তিনি শম্পা দরিপা কে সমর্থন জানাবেন এক মহিলা বাসিন্দা শম্পা দরিপা কে বাঁকুড়া সম্পদ বলে অভিহিত করেন এবং বলেন যে গত বারের নির্বাচনের সময় ভোটের দিন 4 কলকাতায় গুরুত্বপূর্ণ কাজ ছিল কিন্তু তিনি শম্পা দরিপা কে ভোট দেবেন বলে সেই কাজ করতে কলকাতা যাননি তিনি অকুণ্ঠ ভাষায় শম্পা দরিপা কে সমর্থন জানান শেখ মঞ্জুর নামে 10 নম্বর ওয়ার্ডের সভাপতি জানান যে বাঁকুড়া বাসটি এটা ভাবতেও পারেনি যে তাদের শহরে কখনো হয় মাস্ট লাইট হবে কিন্তু শম্পা দরিপা তাও করে দেখিয়েছেন তিনি বলেন যে 2000 সালে যখন সিপিএম রাজত্ব ছিল তখন সম্পাদক এখান থেকে কাউন্সিলর পদক জিতেছেন তারপর তিনি চেয়ারপার্সন হয়েছেন বিধায়ক হয়েছেন এবং এই শহরের প্রভূত উন্নতি সাধন করেছেন তিনি বলেন যে শ্মশান কবরস্থান শম্পা দরিপা সব জায়গায় ভুল পাল্টে দিয়েছেন এবং বাঁকুড়া শহরকে রাতের সময় এই রাজ্যে যে কোন শহরের সাথে তুলনা করা যায় শেখ মমতাজ বলে আরো এক স্থানীয় বাসিন্দা বলেন যে শম্পা দরিপা এই অঞ্চলের জন্য অনেক কাজ করেছেন তাই এই ওয়ার্ডের মানুষের সমর্থন শম্পা দরিপা সাথেই থাকবে অন্য দিকে আরো এক স্থানীয় বাসিন্দা সুজিত মুখার্জি বলেন যে বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান হিসেবে শম্পা দরিপা এই শহরের ভোল পাল্টে দিয়েছেন 2010 এর আগে এই বাঁকুড়া শহরের স্ট্রিটলাইট অভাব ছিল কিন্তু শম্পা দরিপা আসার পর হাই মাস্ট লাইট ব্যবস্থা করেন এছাড়াও তিনি এই শহরের মানুষের বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধা করে দেন যে আগে ভাবা ও যেত না তিনি বলেন এই এইবারের মানুষের অকুণ্ঠ সমর্থন শম্পা দরিপা সাথেই থাকবে তার কারণ তিনি কাউন্সিলর চেয়ারপারসন এবং বিধায়ক হিসেবে এই শহরকে অনেক কিছু দিয়েছেন 27 তারিখের পৌরসভা নির্বাচনে যখন আমরা শম্পা দরিপা সাথে কথা বলে তিনি বলেন যে এই 10 নম্বর ওয়ার্ড কার জন্য অচেনা কোন জায়গা নয় এই ওয়ার্ডের অলিগলি চেনা এই ঘরের প্রতিটি মানুষ তার নিজের পরিবারের মতো তাই তিনি ভোট চাইতে নয় তাদের আশীর্বাদ নিতে যাচ্ছেন তিনি বলেন যেভাবে বড় কাজ করতে যাওয়ার আগে মানুষ বড়দের আশীর্বাদ নববর্ষের শুভেচ্ছা না সেরকম 27 তারিখের নির্বাচনের আগে তিনি বড়দের আশীর্বাদ এবং নববর্ষের শুভেচ্ছা নিচে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন তিনি বলেন যে তিনি ভোট চাইতে নয় ঋণ নিতে যাচ্ছেন জেরিন তিনি কাউন্সিলর হয়ে মানুষকে সেবা দিয়ে শোধ করবেন এর সাথে তিনি বলেন যে ভোট এক বিরাট অগ্নিপরীক্ষা এবং এই ভোটের পরীক্ষাকে তিনি কোন রকম ভাবেই লহু করছেন না কিন্তু তিনি তার জয় নিয়ে 100% নিশ্চিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here