কোচবিহার এসে পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়।

0
312

মনিরুল হক, কোচবিহারঃ কোচবিহার এসে পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। এদিন তিনি শিলিগুড়ি থেকে হেলিক্যাপ্টারে করে ২টা ৩০ মিনিট নাগাদ কোচবিহার এবিএনশীল কলেজের মাঠে নামেন। সেখান তাকে স্বাগত জানাতে আসেন কোচবিহার জেলার জেলা শাসক পবন কাদিয়ান, পুলিশ সুপার সুমিত কুমার, রাজ্যের শিক্ষাদপ্তরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া,
জানা গেছে, আজ কোচবিহারে আসার পর তিনি শিবযজ্ঞ মন্দিরে যাওয়ার কথা। তারপর তিনি কোচবিহার সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। এরপর ১৬ ফেব্রুয়ারি চিলা রায়ের জন্মদিবস উপলক্ষ্যে বানেশ্বরের সিদ্ধেশ্বরী মাঠে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা। তারপর সেখান থেকে তিনি শিলিগুড়ি হয়ে কলকাতায় ফিরে যাবেন বলে জানা গেছে।