নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- তপশিলি জাতির তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি করা হলো এস. রাজুকে।
দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস দলে কাজ করে আসছেন এস. রাজু। এবং পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভা ২৭ নম্বর ওয়ার্ডের নির্বাচনের প্রার্থী দাবিদার ছিলেন তিনি। কিন্তু তার কাছে এস.সি সার্টিফিকেটের সমস্যা থাকার কারণে তাকে ওই ওয়ার্ডের প্রার্থী করা হয়নি দলের পক্ষ থেকে। কিন্তু তাকে শহরজুড়ে কাজ করার অধিকার তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা মঙ্গলবার তুলে দিলেন কুড়ি নম্বর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে। এস. রাজুকে আজ দুপুরে খড়গপুর শহরের তপশিলি জাতির শহর সভাপতি রূপে ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজয় হাজরা। তবে দলীয় সংগঠনের কাজ আরো শক্তিশালী করতে যথাযোগ্যভাবে দলের কাজ করবেন এস রাজু, এমনটাই জানালেন তিনি।
Home রাজ্য দক্ষিণ বাংলা তৃণমূলের তপশিলি জাতির খড়গপুর শহরের সভাপতি ঘোষণা সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতির।