আবদুল হাই, বাঁকুড়াঃ গত ১১ ই ফেব্রুয়ারি ২০২১ সালে ডি ওয়াই এফ আই এর নবান্ন অভিযানে গিয়ে গুরুতরভাবে আহত হন বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের ডি ওয়াই এফ আই কর্মী মইদুল ইসলাম। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ডি ওয়াই এফ আই কর্মী মইদুল ইসলামের।সেই কারণেই মঈদুলের স্মৃতির উদ্দেশ্যে কোতুলপুরে অনুষ্ঠিত হলো মরণোত্তর দেহ দান এবং চক্ষুদানের অঙ্গীকার ও রক্তদান শিবির।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি, সভাপতি ধ্রুবজ্যোতি সাহা , ডিওয়াইএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভয় মুখার্জি ও এক ঝাঁক সিপিআইএম নেতৃত্ব বর্গ ।আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠান চালাবেন বলেই জানালেন উদ্যোক্তারা।