ভাগীরথী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল নদীয়ার নবদ্বীপে।

0
321

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ভাগীরথী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল নদীয়ার নবদ্বীপে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার নবদ্বীপ পৌরসভার প্রাচীন মায়াপুর সংলগ্ন ভাগীরথী নদীর নিদয়া ঘাটের কাছে প্লাস্টিকের মাদুরে বাঁধা অবস্থায় মৃতদেহটি জলে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় নবদ্বীপ থানার পুলিশ। উদ্ধার হওয়ার পর দেহটি ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করার পাশাপাশি মৃত ব্যক্তির নাম পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।