নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়া জেলার ভীমপুর থানার বীরবল পাত্র ও শ্যামল হালদার উভয়ই এলাঙ্গীর বাসিন্দা, বিগত বেশ কিছুদিন ধরেই তাদের নামে উঠে আসছিল একের পর এক অভিযোগ। তাদের জমিতে যে সমস্ত দিনমজুর কাজ করে তাদেরকে যে টাকা পারিশ্রমিক দেওয়া হয় সেই নোটগুলো সবই জাল, এই ধরনের তথ্যের ভিত্তিতে এবং পুলিশের গোপন সূত্রের খবর মারফত উভয়ের বাড়িতে হানা দেয় গাটরা ক্যাম্পের পুলিশ। সেখানে হাতেনাতে উদ্ধার হয় নগদ ৯টি500 টাকার জাল নোট। পরবর্তীতে পুলিশী জিজ্ঞাসাবাদের মুখে তারা স্বীকার করে তারা উভয়ই জাল টাকার কারবার এর সাথে যুক্ত। আজ সকালে কৃষ্ণনগর জেলা দায়রা জজ আদালতে তাদের কে পেশ করে ভীমপুর থানার পুলিশ।
দুই জাল নোট কারবারি গ্রেপ্তার ।

Leave a Reply