বাঁকুড়ায় তৃণমূল প্রার্থীর ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে ফেলায় এলাকায় চাঞ্চল্য।

সুদীপ সেন, বাঁকুড়া:- ২৭ শে ফেব্রুয়ারী অন্যান্য পুরসভার সাথে বাঁকুড়া পুরসভার ও নির্বাচন।
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে বাঁকুড়ায় নির্বাচনী উত্তাপ তত বাড়ছে।

১৬ ফেব্রুয়ারী রাত্রে বাঁকুড়ার ১১ নম্বর ওয়ার্ডের হেভিওয়েট প্রার্থী পৌরসভার চেয়ার পার্সন অলকা সেন মজুমদারের ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে ফেলে কেও বা কারা।

বাঁকুড়ায় তাঁর ১১ নম্বর ওয়ার্ডের খ্রিস্টান ডাঙ্গা ও কবর ডাঙ্গা এলাকায় তৃণমূল কংগ্রেসের যত ফ্ল্যাগ এবং অলকা দেবীর নামে ফেস্টুন ছিল তা ছিঁড়ে ফেলা হয়।

কর্মী ,সমর্থকদের কাছ থেকে খবর পাওয়ার পর রাত্রেই ঘটনা স্থলে যান অলকা দেবী।

এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ঘটনা প্রসঙ্গে অলকা সেন মজুমদার বলেন, বিরোধীরা ভয় পেয়েছে, ভয় পেয়েই তারা এইসব জঘন্য কাজ করছে।
২৭ শেষ ফেব্রুয়ারী নির্বাচনে মানুষ এর জবাব দেবে।

পরে ঘটনা স্থলে পুলিশ এসে ছিঁড়ে ফেলা ফ্ল্যাগ, ফেস্টুন গুলি থানায় নিয়ে যায় এবং ঘটনার তদন্তের আশ্বাস দেয়।

যদিও গভীর রাত্রে আবার বিরোধীরা তাঁর ওয়ার্ডের খ্রিস্টান ডাঙ্গা এলাকায় দলীয় পতাকা এবং ফেস্টুন ছিঁড়ে এবং পুড়িয়ে ফেলেছে বলে অলকা দেবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *