পুরো নির্বাচনের আগে দলীয় কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে মিছিলের অগ্রভাগে উপস্থিত থেকে শহর পরিক্রমা করলেন বিজেপির রাজ্য সভাপতি ড: সুকান্ত মজুমদার।

0
404

নদীয়া-নবদ্বীপ, নিজস্ব সংবাদদাতা:- পুরো নির্বাচনের আগে দলীয় কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে মিছিলের অগ্রভাগে উপস্থিত থেকে শহর পরিক্রমা করলেন বিজেপির রাজ্য সভাপতি ড: সুকান্ত মজুমদার। শুক্রবার দুপুরে নদীয়ার নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন এলাকা থেকে পদ সঞ্চালন যাত্রা নামাঙ্কিত পদযাত্রায় অংশগ্রহণ করেন তিনি। পাশাপাশি এইদিন নবদ্বীপ শহরের ২৪ টি ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে প্রচার সারলেন সুকান্ত বাবু। প্রতিটি ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী সহকর্মী সমর্থকদের উপস্থিতিতে মিছিলটি স্টেশন সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে নবদ্বীপ শহরের অভ্যন্তরে প্রদক্ষিণ করার পর প্রাচীন মায়াপুর নরহরি ধাম সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। বিজেপির রাজ্য সভাপতি ড: সুকান্ত মজুমদার ছাড়াও এই দিনের মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাস সহ উপস্থিত ছিলেন অন্যান্য বিজেপি নেতা কর্মী সমর্থকরা। বর্তমানে পশ্চিমবঙ্গে মদ বিক্রির টাকায় রাজ্য চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার দের মাসিক বেতন হচ্ছে মদ বিক্রির উপার্জিত অর্থে। এই দিনের দলীয় মিছিলে যোগদান করতে এসে সরাসরি রাজ্য সরকারকে কার্যত এভাবেই বিঁধলেষ বিজেপির রাজ্য সভাপতি ড: সুকান্ত মজুমদার। পাশাপাশি ২০২৪ সালে দিল্লির মসনদে ফের নরেন্দ্র মোদি ক্ষমতায় আসলে এইদিন দাবি করেন তিনি। এছাড়াও একাধিক বিষয় সরাসরি রাজ্য সরকারকে এইদিন আক্রমণ করতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতি কে। আসন্ন পৌর নির্বাচনে নবদ্বীপ বিজেপি মনোনীত প্রার্থীরা জয়লাভ করবেন বলেও দাবি করেন সুকান্ত বাবু। তবে নির্বাচনী প্রচার করতে রাজ্য সভাপতি কে নিয়ে এসেও এই দিনের মিছিলে কর্মী-সমর্থকদের আশানুরূপ উপস্থিতি দেখাতে পারেনি বিজেপি বলে দাবি তৃণমূল নেতৃত্বের।